NShamimPRO ব্যবহারের নিয়ম!
স্বাগতম!
আমি এখানে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো সাজানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এখন আরো সহজভাবে ভিডিওগুলো ফলো করতে পারবেন।
ভিডিওগুলো দেখার আগে একটা ব্যপার মাথায় রাখবেন। সেটা হচ্ছে, যখনি একটা ভিডিও দেখবেন, সাথে সাথে সেটা প্রয়োগ করার চেষ্টা চালাবেন। হতে পারে সেটা ফ্রি ব্লগ অথবা অন্য কারো ব্লগ অথবা ওয়েবসাইটে।
উদাহরণ হিসেবে, ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ এর ভিডিওগুলো দেখছেন। এখন সিরিয়াসলি আপনার নিজের জন্যে একটা কিওয়ার্ড রিসার্চ করে ফেলবেন আপনার ভবিষ্যৎ সাইট/ব্লগের জন্যে। যদি সিরিয়াসলি না করেন; তাহলে পিছিয়ে পড়বেন। ট্রাস্ট মি, ভিডিও থেকে শেখা জিনিশ প্রয়োগ না করলে আপনি কয়েকদিন পড়েই ভুলে যাবেন।
আরেকটা ব্যপার, যখন একটা এসইও লজিক পড়বেন, নিজে প্রশ্ন করবেন এটা কেন হলো? গুগল কেন জিনিসটা এমনভাবে দেখছে? এর পিছনে কি কারণ থাকতে পারে?
দেখবেন নিজ থেকেই এসইও এর পুরো সিস্টেমটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে।
Chapter 01 ( Start From Here )
যদিও ভিডিওগুলো খুব বেসিক এসইও নিয়ে করা হয়েছে; কিন্তু আমি চাই সবাই এইগুলো দেখুন। অনেক অজানা জিনিসও পেয়ে যেতে পারেন এখান থেকে। মোটামোটি ০২ দিনের ভিতরেই সব ভিডিও দেখে ফেলার চেষ্টা করুন।
Chapter 02 (Research Your Niche & Keywords)
কি ধরনের নিস নিয়ে কাজ করবেন? এবং নিস পাওয়ার পর কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে? এই ভিডিওগুলো দেখুন। আমি চাইব আপনি কমপক্ষে ৩ বার করে দেখুন ভিডিওগুলো। সিরিয়াসলি একটা নিস এবং তার কিওয়ার্ডসগুলো খুঁজে বের করুন। ৭-১০ দিনের মতো সময় নিন এই চ্যাপ্টার ২ তে।
- Which Niche To Choose Today?
- Keyword Research For Niche Sites
- Keyword Research For Authority Sites
- Keyword Research | The Easy Method
Chapter 03 (Set Your Blog/Site Up On The Internet)
কিওয়ার্ড রিসার্চ করার ঠিক পরের স্টেপ হচ্ছে সাইট সেটআপ করা। আমি মোটামোটি চেষ্টা করেছি খুবই সহজভাবে সব কিছু বুঝিয়ে দেয়ার জন্যে। যারা কখনোই ওয়ার্ডপ্রেস ইউজ করেন নাই; তারাও আশা করছি নিজের ব্লগটা এখন থেকে সেটআপ করতে পারবেন। ৭ - ১০ দিনের মতো সময় দিন চ্যাপ্টার ৩ এ। ইচ্ছেমত ঘাটাঘাটি করুন আপনার সাইটের ডিজাইন এবং লেআউট নিয়ে। প্লাগিন চেঞ্জ করুন, থিম চেঞ্জ করুন। এভাবেই আমি শিখেছি, আপনিও পারবেন।
- Website Setup From the Scratch (From Domain & Hosting Buying, Setup & Site Up)
- WordPress Installation & Customization
- Setting Accelerated Mobile Pages (AMP) Easily With Plugin
- Plugins You Should Install
- Set Up SSL On Your Site
- Increase Your Page Speed Score Of Your Website (Speed Your Site Up)
- Get Free Images From ShutterStock (For Your Wesbite)
Chapter 04 (Content Planning, Writing, Managing & Publishing)
সাইট সেটআপ করার পর, কন্টেন্ট পার্টে এসে আমরা সবাই হাল্কা একটু ধাক্কা খাই।
:) ইংরেজি আমাদের মাতৃভাষা না হওয়ায় আমরা নিজেরা একজন নেটিভ রাইটারের মতো লিখতে পারিনা। আবার অনেক গ্রামাটিকাল মিস্টেক হওয়া যেন খুবই স্বাভাবিক বিষয়।
:( যাই হউক, এতোকিছুর পরেও আমাদের থেমে থাকা চলবে না। যারা কিছুটা লিখতে পারি; তারা আর ভালো করতে পারি নিচের ভিডিওগুলো থেকে আইডিয়া নিয়ে। আবার যারা একদমই লিখতে পারি না, তারা কন্টেন্ট প্লানিং করে সেটা আউটসোর্স করে দিতে পারি। কন্টেন্ট নিয়ে প্রায় সবকিছুই কভার করার চেষ্টা করেছি নিচের এই ভিডিও গুলোতে।
১০ থেকে ৩০ দিনের মতো সময় দিন কন্টেন্ট প্লানিং এবং মেকিং/হায়ারিং এ।


- Type of Contents You Should Target For Your Brand New Blog
- Develop a Content Strategy Like a PRO
- How To Write Contents?
- Find Free Contents For Your Tiered 2 Webpages
Chapter 05 (Make Your Site OnPage SEO Optimized)
দিন যত যাচ্ছে, অনপেজ এসইও এর ডিমান্ড ততো বাড়ছে। গুগল পারফেক্টলি অনপেজ এসইও অপটিমাইজড সাইটগুলোকে প্রাধান্য দিচ্ছে বেশি। আশার কথা হচ্ছে; অনপেজ শেখা তুলনামূলকভাবে একটু সহজ। ভিডিওগুলো দেখার সাথে সাথে যা যা শিখেছেন সব নিজের সাইটে কাজে লাগান। নিজের সাইটের অডিট করুন এবং সমস্যাগুলো ফিক্স করার চেষ্টা করুন।
৭ দিন সময় দিন নিজেকে এই চ্যাপ্টারে।
- Full On Page SEO For A WordPress Blog/Website
- Sitemap Creation & Setup
- SEO Audit - The Complete Guideline
- Apply Schema Tags on Site (With Plugin)
- Apply Schema Tags (Manual Codes)
Chapter 06 (Link Building Techniques)
এই চ্যাপ্টারটা একটু কঠিন। একটু বেশিই সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেহতু গুগল এই লিঙ্ককে তাদের প্রধান র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে চিন্তা করে, সুতরাং আমাদেরকেও একটু বেশিই খাটতে হবে এই চ্যাপ্টারএ।
আপনি একদম প্রথম থেকে শুরু করবেন, প্রতিদিন একটি লিঙ্ক বিল্ডিং মেথড প্রাকটিস করবেন। এতোদিনে আপনার নিজের একটি সাইট থাকার কথা। যদি থাকে, তাহলে নিজের সাইটেই নিচের ভিডিওগুলো থেকে শেখা টেকনিক কাজে লাগাবেন। ১ সপ্তাহ পর পর আপনার কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করবেন। দেখবেন আপনার করা লিঙ্কগুলো কাজে আসছে কি না। যদি আসে তাহলে আপনার মোটিভেশন লেভেল বেড়ে যাবে। আরও ভালোভাবে প্রাকটিস করা শুরু করুন। একটি ভিডিও কমপক্ষে ৩ বার করে দেখুন।
আপনি কমপক্ষে ১ থেকে ২ মাস সময় দিবেন এই চ্যাপ্টারএ।
15 Feedback Site Links
16 Flippa Site Link Sourcing
17 Google+ Links
18 Guest Posting
19 Press Release Submission
20 Profile Link Building
21 QA Link Building
22 Scholarship Link Building
23 ScoopIt Link Building
24 Testimonial Links
25 Wiki Link Building
26 Tiered Link Building
27 Bonus Resources
(বাকি চ্যাপ্টারগুলো এক এক করে আপডেট করে দিবো।)
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment