NShamimPRO ব্যবহারের নিয়ম! NASIR UDDIN SHAMIM · WEDNESDAY, 27 DECEMBER 2017 স্বাগতম! আমি এখানে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো সাজানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এখন আরো সহজভাবে ভিডিওগুলো ফলো করতে পারবেন। ভিডিওগুলো দেখার আগে একটা ব্যপার মাথায় রাখবেন। সেটা হচ্ছে, যখনি একটা ভিডিও দেখবেন, সাথে সাথে সেটা প্রয়োগ করার চেষ্টা চালাবেন। হতে পারে সেটা ফ্রি ব্লগ অথবা অন্য কারো ব্লগ অথবা ওয়েবসাইটে। উদাহরণ হিসেবে, ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ এর ভিডিওগুলো দেখছেন। এখন সিরিয়াসলি আপনার নিজের জন্যে একটা কিওয়ার্ড রিসার্চ করে ফেলবেন আপনার ভবিষ্যৎ সাইট/ব্লগের জন্যে। যদি সিরিয়াসলি না করেন; তাহলে পিছিয়ে পড়বেন। ট্রাস্ট মি, ভিডিও থেকে শেখা জিনিশ প্রয়োগ না করলে আপনি কয়েকদিন পড়েই ভুলে যাবেন। আরেকটা ব্যপার, যখন একটা এসইও লজিক পড়বেন, নিজে প্রশ্ন করবেন এটা কেন হলো? গুগল কেন জিনিসটা এমনভাবে দেখছে? এর পিছনে কি কারণ থাকতে পারে? দেখবেন নিজ থেকেই এসইও এর পুরো সিস্টেমটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। Chapter 01 ( Start From Here ) যদিও ভিডিওগুলো খুব বেসিক এসইও নিয়ে করা হয়েছে; কিন্...